প্রকাশিত: Tue, Jun 27, 2023 11:19 PM আপডেট: Mon, Jan 26, 2026 4:54 AM
মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হকের সংবাদ সম্মেলন, ঢাকা বৈঠকের ফলাফলে সন্তোষ
মানবাধিকার লঙ্ঘনকারী কোনো দেশ থেকে শান্তিরক্ষী নেওয়া হয় না মিশনে বিশেষ অবদানের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানালো জাতিসংঘ
সালেহ্ বিপ্লব: জাতিসংঘ বলেছে, মানবাধিকার লঙ্ঘনে জড়িত কাউকে তারা শান্তিরক্ষী মিশনে নেয় না। জাতিসংঘ মহাসচিবের উপ মুখপাত্র ফারহান হক সোমবার নিউ ইয়র্কে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। সূত্র: ইউএনবি
তিনি বলেন, জাতিসংঘের শান্তিরক্ষী মিশন বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জিন-পিয়েরে ল্যাক্রোইক্স দুদিনের সফরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন, যারা শান্তিরক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত।
উপ মুখপাত্রের কাছে জানতে চাওয়া হয় হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আহ্বান প্রসঙ্গে। এই দুটি সংস্থা বাংলাদেশ থেকে শান্তিরক্ষী না নেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে।
জবাবে ফারহান হক বলেন, আমরা যখন যে দেশ থেকে শান্তিরক্ষী নেই, তখন যথাযথ প্রক্রিয়ায় তাদেরকেই বাছাই করি, যারা মানবাধিকার লঙ্ঘনে জড়িত নয়। ঢাকায় ২৫ ও ২৬ জুন একটি সফল ও সমৃদ্ধ বৈঠকের জন্য বাংলাদেশ, কানাডা ও উরুগুয়েকে ধন্যবাদ জানিয়েছেন জিন-পিয়েরে ল্যাক্রোইক্স। উপ মুখপাত্র জানান, আন্ডার সেক্রেটারি জেনারেল জানিয়েছেন, ঢাকার বৈঠকে অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে। কীভাবে কাজের যথাযথ পরিবেশ নিশ্চিত করে আরো বেশি নারী শান্তিরক্ষী নিয়োগ করা যায়, সে ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়েছে বৈঠকে।
নারী শান্তিরক্ষীদের বিষয়ে দুদিনের প্রস্তুতিমূলক সভায় অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন জিন-পিয়েরে ল্যাক্রোইক্স। তিনি শান্তি রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার এবং বিশেষ করে নারী শান্তিরক্ষীদের অবদান উল্লেখ করে ধন্যবাদ জানান।
আন্ডার সেক্রেটারি জেনারেল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন। এ সময় তিনি সবচেয়ে বেশি শান্তিরক্ষী প্রেরণ করে শান্তিরক্ষায় বিশেষ অবদান রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপ মুখপাত্র জানান, জিন-পিয়েরে ল্যাক্রোইক্সের সঙ্গে এই সফরে ছিলেন আরেক আন্ডার সেক্রেটারি জেনারেল ক্যাথেরিন পোলার্ড। তিনিও শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অবদানের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে আরো বেশি সংখ্যক নারী শান্তিরক্ষী প্রেরণে বাংলাদেশের সক্রিয় উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি। সম্পাদনা: ইমরুল শাহেদ
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে